নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর তানাপুলিশ অভিযান চালিয়ে সাড়ে সাত লিটার দেশীয় মদসহ শফিকুল ইসলাম (৩২) নামে একজনকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিলকৃষ্ণপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শফিকুল ইসলাম নওগাঁর সাহাপুর গ্রামের আয়েন আলীর ছেলে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিলকৃষ্ণপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় শফিকুল কে একটি বাজারের ব্যাগে বোতলে ভরানো প্রায় সাড়ে সাত লিটার দেশীয় মদসহ শফিকুলকে আটক করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …