সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে দেড় কেজি গাঁজাসহ দম্পতি আটক

রাণীনগরে দেড় কেজি গাঁজাসহ দম্পতি আটক

নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ দম্পতি ফরহাদ হোসেন (৩৫) ও মনি আক্তার (২৫) কে আটক করেছে। রোববার গভীর রাতে তাদেরকে আটক করা হয়। আটক দম্পতি উপজেলার সদরের বিষ্ণপুর গ্রামের বাসিন্দা। এঘটনায় তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই কল্লোল কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা সদরের বিষ্ণপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ফরহাদ হোসেনের বাড়ীতে অভিযান পরিচালনা করেন। এসময় ফরহাদ হোসনের বাড়ী তল্লাশী করে দেড় কেজি গাঁজা উদ্ধারসহ ফরহাদ ও তার স্ত্রী মনি আক্তারকে আটক করে। আটক দম্পতি গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে বাড়ীতে রেখেছিল। 

এঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …