রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাণীনগরে দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মত বিনিময় সভা

রাণীনগরে দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মত বিনিময় সভা


নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নওগাঁর রাণীনগরে পূজা উদযাপন কমিটির সাথে নিরাপত্তা বিষয়ক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে উপজেলায় ৮টি ইউনিয়নে ৫০টি মন্দিরে নির্বিঘ্নে দূর্গাপূজা উদযাপনের লক্ষে গতকাল সোমবার দুপুরে রাণীনগর থানাপুলিশের আয়োজনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) পুলিশ পরিদর্শক নন্দিতা সরকার, রাণীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মোহন্ত, সাধারণ সম্পাদক অমল কৃষ্ণ সরকার, যুগ্ম সম্পাদক কৃষ্ণ চন্দ্র মহন্ত, রাণীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম। এছাড়াও উপজেলার প্রতিটি পূজা মন্ডবের সভাপতি/সম্পাদক
উপস্থিত ছিলেন।

আরও দেখুন

জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ ও সর্তক থাকতে হবে- দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন …