নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে পৃথক অভিযানে গাঁজাসহ অজিত চন্দ্র (৫৫) নামের এক মাদক ব্যবসায়ী ও মাদক মামলার পলাতক আসামি ভবেন্দ্রনাথ পাল (৬৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের আজ সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, উপজেলার নগরব্রীজ এলাকায় গাঁজা বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত অনুমান ৯টায় অভিযান চালিয়ে ৩৪ গ্রাম গাঁজাসহ অজিত চন্দ্রকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অজিত উপজেলার চকাদীন গ্রামের বিজয় চন্দ্রের ছেলে। তার বিরুদ্ধে রাণীনগর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ছাড়া সোমবার দুপুরে উপজেলার ভান্ডারা গ্রাম থেকে মাকদ মামলা পলাতক আসামি ভবেন্দ্রনাথ পালকে গ্রেফতার করা হয়। ভবেন্দ্রনাথ উপজেলার ভান্ডারা গ্রামের সতিনাথ পালের ছেলে গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …