সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে দুইজন গ্রেপ্তার এ্যাম্পল উদ্ধার

রাণীনগরে দুইজন গ্রেপ্তার এ্যাম্পল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। শনিবার সন্ধ্যায় এবং রবিববার সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় একজনের নিকট থেকে ৭পিস নেশা জাতীয় এ্যাম্পল ইনজেকশন উদ্ধার করেছে পুলিশ। রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান,শনিবার সন্ধ্যায় উপজেলার গোনা গ্রামের দিঘীর পার এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশ অভিযান পরিচালনা করে তৌকির আহম্মেদ খোকনকে আটক করে। 

এসময় তার নিকট থেকে নেশা জাতীয় ৭পিস এ্যাম্পল উদ্ধার করে। আটক খোকনের বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করা হয়েছে। কর্মকর্তা আরো জানান, খোকন এর আগেও এ্যাম্পলসহ আটক হয়েছিল। অপর দিকে রবিবার সকালে একটি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আবু সাইদ (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সাইদ উপজেলার ভবানীপুর গ্রামের জয়েব আলীর ছেলে। দুইজনকেই রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …