সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / রাণীনগরে থানা পুলিশের অভিযানে ৯ জন আটক

রাণীনগরে থানা পুলিশের অভিযানে ৯ জন আটক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি মোহাম্মদ শাহিন আকন্দ জানান, কয়েকটি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা মূলে বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার হরিশপুর গ্রামের আজাহার আলীর ছেলে আসাদুজ্জামান (৪৫), নাছির উদ্দীনের ছেলে আসাদুল ইসলাম (৩৫) ও কফিল উদ্দীন (৪৮),কফিল উদ্দীনের স্ত্রী মাজেদা বিবি (৪২),আসাদুল ইসলামের স্ত্রী বিউটি বিবি (৩২) এবং একই এলাকার আতাইকুলা গ্রামের মুনছুর সরদারের ছেলে সাইফুল ইসলাম (৪৫),ফজলুর রহমানের ছেলে বাবলু (৪৫),তজের আলীর ছেলে ইমরান হোসেন (২৫) ও মিরাট ধনপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে জুয়েল হোসেন (২২) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …