সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে তালা কেটে কিটনাশক দোকানের মালামাল চুরি

রাণীনগরে তালা কেটে কিটনাশক দোকানের মালামাল চুরি

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে কিটনাশক দোকানের তালা কেটে প্রায় এক লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার পাকুড়িয়া চারমাথা মোড়ে হোসেন ট্রেডার্স দোকানে এই চুরির ঘটনা ঘটে।

দোকান মালিক পাকুড়িয়া গ্রামের তোজাম্মেল হকের ছেলে আলতাব হোসেন বলেন, পাকুড়িয়া চার মাথা মোড়ে সিনজেন্টা কিটনাশক ওষুধের দোকান করে ব্যবসা করে আসছেন। প্রতিদিনের ন্যায় শনিবার রাতে দোকানে তালা দিয়ে বাড়ীতে চলে যান।

রোববার সকালে দোকান খুলে দেখতে পান দোকানের তালা কেটে দোকানে থাকা প্রায় ৯০ হাজার টাকা মূল্যের বিভিন্ন কিটনাশক ওষুধ, ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ চার হাজার টাকা এবং একটি মোবাইল চুরি করে নিয়ে গেছে।রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,এঘটনায় কোন অভিযোগ পাইনি। তার পরেও খোঁজ নিয়ে দেখা হবে।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …