সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে ড্রামের মধ্যে থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

রাণীনগরে ড্রামের মধ্যে থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক, রাণীনগরঃ 
নওগাঁর রাণীনগরে ড্রামের মধ্যে থেকে ভাসমান অবস্থায়  উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। ওই ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৩৫)। সে নওগাঁর আত্রাই উপজেলার তারানগর বাউল্লা পাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।

মঙ্গলবার সকালে শহিদুলের পরিবারের লোকজন লাশ সনাক্ত করে। এদিকে সোমবার রাতেই অজ্ঞাতদের আসামি করে রাণীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন, সোমবার সকালে রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের মেরিয়া গ্রামে পাকা রাস্তার পার্শ্বে পুকুরে একটি হলুদ রংয়ের প্লাস্টিকের ড্রামে শুধু দু’টি পা বের হওয়া অবস্থায় ভাসতে দেখে স্থানীয় লোকজন। এরপর খবর পেয়ে রাণীনগর থানাপুলিশ,নওগাঁ পিবিআই ও সিআইডি রাজশাহী ক্রাইমসিন টিমের কর্মকর্তারা এসে ঘটনাস্থল পরির্দশন শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়। শহিদুলের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এবং কোমড়ের রশি বাঁধা ছিল। এ ছাড়া ড্রামের মূর্খ তুলা দিয়ে ভড়ানো ছিল। এ ঘটনায় রাতেই ওই ইউনিয়নের গ্রাম পুলিশ আবদুল আজিজ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে রাণীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মঙ্গলবার সকালে শহিদুলের পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করে। শহিদুলের পরিবারের বরাদ দিয়ে ওসি শাহিন আকন্দ আরো বলেন, প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, শনিবার দিন শহিদুল বাড়ী থেকে বের হয়। এরপর আর বাড়ীতে ফিরে যায়নি। তবে শহিদুলকে কারা কেন হত্যা করেছে এসব বিষয় নিয়ে জোরালো তদন্ত চলছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …