নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে ট্রাক্টর অটোরিক্সার মুখো-মূখী সংর্ঘষে তুহিন হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় রাজু আহম্মেদ (৩০) নামে আরো একজন আহত হয়েছে। নিহত তুহিন নওগাঁ সদর থানার দুবলহাটি গোয়ালিয়া গ্রামের সায়ের আলীর ছেলে এবং রাজু একই গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় থানাপুলিশ ট্রাক্টর ও অটোরিক্সা আটক করে থানার হেফাজতে নিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত অনুমান সাড়ে ৮টা নাগাদ বান্দাইঘাড়া-নওগাঁ রাস্তার ধনপাড়া নামক স্থানে।
রাণীনগর থানার ওসি মোহাম্মদ শাহিন আকন্দ বলেন, রাণীনগর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিক্সা (সিএনজি) বান্দায়ঘাড়া যাবার সময় বান্দাইঘাড়া-নওগাঁ রাস্তার মিরাট ধনপাড়া নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই ট্রাক্টরের সাথে মুখো-মূখী সংর্ঘষ বাধে। এতে অটোরিক্সার যাত্রী তুহিন ঘটনাস্থলেই নিহত হয় এবং অপর যাত্রী রাজু আহম্মেদ গুরুত্বর আহত হয়। খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাক্টর ও অটোরিক্সা থানা হেফাজতে নিয়েছে। তবে গাড়ীর চালক পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …