সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / রাণীনগরে ট্রাক্টর-অটোরিক্সা সংর্ঘষে নিহত- ১

রাণীনগরে ট্রাক্টর-অটোরিক্সা সংর্ঘষে নিহত- ১


নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে ট্রাক্টর অটোরিক্সার মুখো-মূখী সংর্ঘষে তুহিন হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় রাজু আহম্মেদ (৩০) নামে আরো একজন আহত হয়েছে। নিহত তুহিন নওগাঁ সদর থানার দুবলহাটি গোয়ালিয়া গ্রামের সায়ের আলীর ছেলে এবং রাজু একই গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় থানাপুলিশ ট্রাক্টর ও অটোরিক্সা আটক করে থানার হেফাজতে নিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত অনুমান সাড়ে ৮টা নাগাদ বান্দাইঘাড়া-নওগাঁ রাস্তার ধনপাড়া নামক স্থানে।

রাণীনগর থানার ওসি মোহাম্মদ শাহিন আকন্দ বলেন, রাণীনগর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিক্সা (সিএনজি) বান্দায়ঘাড়া যাবার সময় বান্দাইঘাড়া-নওগাঁ রাস্তার মিরাট ধনপাড়া নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই ট্রাক্টরের সাথে মুখো-মূখী সংর্ঘষ বাধে। এতে অটোরিক্সার যাত্রী তুহিন ঘটনাস্থলেই নিহত হয় এবং অপর যাত্রী রাজু আহম্মেদ গুরুত্বর আহত হয়। খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাক্টর ও অটোরিক্সা থানা হেফাজতে নিয়েছে। তবে গাড়ীর চালক পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …