শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে জানালা ভেঙ্গে প্রবাসীর ঘুমন্ত স্ত্রীকে ধর্ষণ চেষ্টা যুবক গ্রেফতার

রাণীনগরে জানালা ভেঙ্গে প্রবাসীর ঘুমন্ত স্ত্রীকে ধর্ষণ চেষ্টা যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে প্রবাসীর ঘুমন্ত স্ত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় থানাপুলিশ অভিযান চালিয়ে রহিদুল ইসলাম ওরফে ভোলতা (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতার রহিদুল উপজেলার আমিরপুর গ্রামের সাবের আলীর ছেলে। তাকে মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে।

ভুক্ত ভোগী গৃহবধু জানান,তার স্বামী বিদেশে থাকার সুবাদে শ্বশুর বাড়ীতে থাকতেন। গত ২৪ জুলাই রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরেন। গভীর রাতে আমিরপুর গ্রামের রহিদুল ইসলাম নামের ওই যুবক জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তাকে ধর্ষনের চেষ্টা করে। এসময় চিৎকার করতে থাকলে লোকজন ছুটে আসলে রহিদুল পালিয়ে যায়। এঘটনায় গত ৪আগষ্ট গৃহবধুর শ্বাশুড়ি বাদী হয়ে রহিদুলকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে থানাপুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে আবাদপুকুর এলাকা থেকে রহিদুল কে গ্রেফতার করে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় রহিদুলকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …