শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে জাতীয় শোক দিবসে ৯শ পরিবার পেল খাদ্য সামগ্রী

রাণীনগরে জাতীয় শোক দিবসে ৯শ পরিবার পেল খাদ্য সামগ্রী

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে হত-দরিদ্র ৯শ পরিবারের মাঝে ৯ লাখ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে প্রধানমন্ত্রীর উপহার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত এসব খাদ্য সামগ্রী উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলার ৮টি ইউনিয়নে হত-দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। 

প্রতিটি প্যাকেটে খাদ্য সামগ্রী হিসাবে ছিলো ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ৪ কেজি আলু ও ১ কেজি লবন।এদিন সকালে সদরের উচ্চ বালিকা বিদ্যালয় প্রঙ্গনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান আরো অনেকেই।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …