শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে পোনামাছ অবমুক্ত

রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে পোনামাছ অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক,রাণীনগর:
“বেশি বেশি মাছ চাষ করি বেতারত্ব দূর করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এই সপ্তাহ উপলক্ষ্যে রবিবার উপজেলা পরিষদ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায় প্রমুখ। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন এলাকার মাছচাষী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ২৮আগস্ট থেকে ০৩সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …