শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় জরুরী সভা

রাণীনগরে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় জরুরী সভা

নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর রাণীনগরে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি গ্রহণ বিষয়ে উপজেলা প্রশাসন কর্তৃক এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা দুর্যোগ প্রতিরোধ কমিটিতো ছাড়াও তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল। অন্যদের মধ্যে কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা মাহবুবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ,ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি প্রমুখ উপস্থিত ছিলেন। 
এসময় ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি ও করনীয় বিষয়সহ দুর্যোগটিকে মোকাবেলায় দ্রত উপজেলাবাসীকে অবগত করতে গঠিত কমিটির মাধ্যমে মাইকিং এর মাধ্যমে প্রচার, গবাদীপশুসহ ঝুঁকিপূর্নঅবস্থায় বসবাসরত বাসিন্দাদের নিরাপদ আশ্রয় গ্রহণ করা, জরুরী মেডিকেল টিম গঠন করা, ৮টি ইউপি চেয়ারম্যানদের স্ব স্ব ইউনিয়নে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী বাসিন্দাদের ঝড়ে করনীয় বিষয়ে ও নিরাপদ আশ্রয় গ্রহণ করতে সতর্কবার্তা পৌছানোর মাধ্যমে সচেতন করাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও উপজেলার একাধিক আশ্রয়ণ কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখতে নির্দেশনা প্রদান করা হয়। সভায় উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক এবং সুশীল সমাজের ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …