নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে দু’টি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত রাতে উপজেলারএকডালা ইউনিয়নের টুং গ্রামের জাকির হোসেনের গরু চুরির এঘটনা ঘটে।
জাকির হোসেনের স্ত্রী মানছুরা বিবি বলেন,প্রতি দিনের ন্যায় সন্ধায় বাড়ীর বাহিরে গোয়াল ঘরে গরু রেখে দরজায় তালা দিয়ে ঘুমিয়ে পরেন। সকালে গোয়াল ঘর খুলতে গিয়ে দেখতে পান চোরেরা তালা কেটে একটি গাভী ও একটি বাছুর গরু চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য এক লক্ষ ৩০হাজার টাকা বলে জানিয়েছেন তিনি।
এব্যাপারে বুধবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান মানছুরা বিবি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,গরু চুরির ঘটনা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …