নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক বাবু ওরফে খাটো বাবু (৪৮) কে আটক করেছে। আটক বাবুর বিরুদ্ধে মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
থানাপুলিশ জানায়, উপজেলার আবাদপুকুর বিষঘড়িয়া এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মমিন ও একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই জহুরুল ইসলাম শনিবার বিকেলে অভিযান চালিয়ে আবু বক্ক্র সিদ্দিক বাবু ওরফে খাটো বাবুকে আটক করে।আটককালে তার নিকট থেকে ৫০গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন, আটক বাবু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাণীনগর থানায় ৫টি মাদক মামলা রয়েছে। তাকে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …