নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
থানাপুলিশ জানায়, উপজেলা সদরের আরডিএ অফিস এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৫ গ্রাম গাঁজাসহ পশ্চিমবালু ভরা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে ধলু ওরফে স্বপন (২৫) এবং একই গ্রামের মৃত বাক্কারের ছেলে জহুরুল হক (২৫)কে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন রাণীনগর থানার ওসি মোহাম্মদ শাহিন আকন্দ।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …