শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে গরু চুরি মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

রাণীনগরে গরু চুরি মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,রাণীনগর:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে গরু চুরি মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী জাকির হোসেন (৫০) কে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে তাকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে। গরু চুরির একটি মামলায় পাঁচ বছর আগে বিজ্ঞ আদালত তিন বছরের সাজা প্রদান করেন তাকে। জাকির উপজেলার গিরিগ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,গরু চুরির মামলায় গত ২০১৯ সালে বিজ্ঞ আদালত জাকির হোসেনকে তিন বছরের সাজা প্রদান করেন। এর পর সাজা থেকে বাঁচতে গত পাঁচ বছর ধরে পালিয়ে ছিলেন। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদরের বালুডাঙ্গা কাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাকিরকে এদিন দুপুর পর আদালতে সোর্পদ করা হয়েছে।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …