নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর উপজেলায় রবি ২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, মশুর, খেশারী, মুগ, চিনা বাদাম, পেঁয়াজ, সূর্যমুখী ও ভুট্টা বীজ ফসলের উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন উপজেলার ৪ হাজার ৩০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়া একই সময় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরের উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি ৫০ পার্সেন্ট ভূর্তকিতে কৃষি যন্ত্রপাতি হিসাবে উপজেলার বাহাদুরপুর গ্রামের কৃষক মেহেদী হাসানকে একটি কম্বাইন হারভেস্টার মেশিন ও বিলপালশা গ্রামের আব্দুর রাজ্জাককে একটি ধান মাড়াই মেশিন দেওয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম সহ অন্যান্যরা।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …