সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / রাণীনগরে কীটনাশক ঔষধের দোকানে চুরি

রাণীনগরে কীটনাশক ঔষধের দোকানে চুরি

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর: 
নওগাঁর রাণীনগর উপজেলার ভাটকৈ বাজারে মেসার্স প্রীতি ট্রেডার্স কীটনাশক ঔষধের দোকানের উপরে টিনের চালা কেটে দোকানে চুরি সংঘটিত হয়েছে। ওই দোকান থেকে সিনজেনটা কোম্পানির প্রায় তিন লাখ টাকার বিভিন্ন ঔষধ চুরি করে নিয়ে গেছে চোরেরা। সোমবার দিবাগত রাতে এ চুরির ঘটনাটি ঘটেছে। এ ঘটনার পর থেকে ওই বাজারের ব্যবসায়ীদের মাঝে চুরি আতঙ্ক বিরাজ করছে।

দোকানের মালিক প্রদীপ বিশ্বাস জানান, প্রতিদিনের মতো সোমবার রাত ৮ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৬ টার দিকে দোকান খুলে দেখতে পায় দোকান ঘরের উপরে টিনের চালা কাটা এবং দোকানের ঔষুধ গুলো নেই। রাতে কোন এক সময় মই দিয়ে চোরেরা দোকান ঘরের উপরে উঠে টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে দোকানের মধ্যে থাকা সিনজেনটা কোম্পানির ভিরতাকো, এমিস্টারটপ ঔষধসহ প্রায় তিন লাখ টাকার বিভিন্ন ঔষধ চুরি করে নিয়ে গেছে চোরেরা। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …