রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / রাণীনগরে কিশোরীকে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের

রাণীনগরে কিশোরীকে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর: নওগাঁর রাণীনগরে ১৬ বছরের এক স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কিশোরীর বাবা বাদী হয়ে বুধবার রাতে থানায় এই মামলা দায়ের করেন। এঘটনায় 

বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরীকে হাসপাতালে মেডিকেল চেকআপের পর জবানবন্দী লিপিবদ্ধ করতে আদালতে পাঠানো হয়েছে। কিশোরী বলেন,গত প্রায় এক বছর আগে নাটোরের সিংড়া উপজেলার আনন্দনগর(কালীগঞ্জ) গ্রামের সখাই মোল্লার ছেলে শরিফুল ইসলাম ওরফে মাসুদ মোল্লার (২৫) সাথে মোবাইল ফোনে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। 

এরই মাঝে মঙ্গলবার বিকেলে বাড়ীতে এসে মোটরসাইকেল যোগে তুলে নিয়ে নিয়ে যায় মাসুদ মোল্লা। এর পর কালীগঞ্জ বাজারে মাসুদের স্যানেটারী কারখানার ঘরে নিয়ে বিয়ের প্রলোভনে ইচ্ছের বিরুদ্ধে রাতে ধর্ষণ করে। পরের দিন বুধবার দুপুরে মাসুদ সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। এর পর পরিবারের লোকজনকে খবর দিলে তারা কালীগঞ্জ বাজার থেকে তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়।এঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে বুধবার রাতে রাণীনগর থানায় মামলা দায়ের করেন।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, ধর্ষনের অভিযোগে কিশোরীর বাবা বাদী হয়ে রাতে মামলা দায়ের করেছেন।এঘটনায় কিশোরীকে মেডিকেল চেকআপ করে জবানবন্দী লিপিবদ্ধ করতে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া আসামী মাসুদ রানাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …