নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে করোনা ভাইরাসে আক্রান্ত মোফাজ্জল হোসেন (৬০) নামে ১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে মারা যান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: এএইচএম ইফতেখারুল আলম খাঁন। নিহত মোফাজ্জল হোসেন উপজেলার কুজাইল গ্রামের মৃত কমেজ উদ্দিনের ছেলে।
রাণীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: এএইচএম ইফতেখারুল আলম খাঁন বলেন, মোফাজ্জল হোসেন অসুস্থ্য হয়ে পড়লে গত ৩০ জুন রাণীনগর হাসপাতালে নমুনা পরীক্ষা করান। এতে তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমন সনাক্ত হয়। এরপর থেকে তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে মারা যান মোফাজ্জল।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্র জানায়, শনিবার পর্যন্ত রাণীনগর উপজেলায় মোট ২৩৭ জন ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমন সনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১১৬ জন। মারা গেছেন এপর্যন্ত মোট ৭ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন ১১৪ জন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …