নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
‘পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন ও ঊন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সভা অনুষ্ঠিত হয়।ওয়েভ ফাঊন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাণীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রঊফ দুলু, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, ওয়েভ ফাঊন্ডেশনের বিভাগীয় সহকারী সমন্বয়কারী ট্রেনার আমিনুল হক বেলাল প্রমুখ।সভা শেষে ওয়েভ ফাউন্ডেশন প্রকল্পের ‘উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক’ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে উপস্থিতদের সর্বসম্মতিক্রমে প্রভাষক দেওয়ান মতিউর রহমান স্বপনকে সভাপতি এবং এসএম সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট ৪ বছর মেয়াদি একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …