নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চ জাতীয় দিবস উদযাপন ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও উপজেলা আওয়ামী লীগ নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে। সোমবার সকালে প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে ১মিনিট নিরবতা পালন ও বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এ্যাড: ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা চয়েন উদ্দীন, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তর প্রধান এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টান ও উপজেলা আওয়ামীলীগ নানা কর্মসূচি গ্রহনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …