নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে নেশা জাতীয় ১৩ পিস ইনজেকশন এ্যাম্পুলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরিশপুর গ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুইজনের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে এদিন বিকেলে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার দূর্গাপুর গ্রামের সাহাদতের ছেলে মানিক হোসেন (৪৩) ও ভবানীপুর গ্রামের ময়েন সরদারের ছেলে বুলেট (৩২)।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, উপজেলার হরিশপুর গ্রাম এলাকায় মাদক বেঁচা- কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মানিক হোসেন ও বুলেট নামে দুইজনকে আটক করা হয়। আটককালে তাদের দুইজনকে তল্লাশী করে ১৩ পিস এ্যাম্পুল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাদের দুইজনের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …