নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই গ্রাম হেরোইনসহ শহিদুল ইসলাম (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার চককুতুব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শহিদুল ইসলাম চককুতুব গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
রাণীনগর থানার ওসি শাহিদ আকন্দ জানান, উপজেলার চককুতুব এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ শুক্রবার রাত ৯টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার নিকট থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, দুই গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ৪৭০ টাকা উদ্ধার করে পুলিশ। শহিদুলের বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করে শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …