রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে ইয়াবা ও গাঁজাসহ জন ৩ গ্রেপ্তার

রাণীনগরে ইয়াবা ও গাঁজাসহ জন ৩ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে। এসময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিনভর পৃথক পৃথক অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার ৩জনকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান, মাদক কারবারীদের ধরতে শুক্রবার সারাদিন বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাণীনগর-আবাদপুকুর রাস্তার ছয়বাড়িয়া ব্রীজ এলাকা থেকে আব্দুল ওহাব (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ । এসময় তার নিকট থেকে ২৫গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওহাব ভেটি গ্রামের আলী আকবরের ছেলে। এছাড়া খট্রেশ্বর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের সুলতান সরদারের ছেলে বুলেট সরদারের বাড়ী থেকে ২০গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

একই দিন সন্ধায় উপজেলার কুবরাতলি মোড় এলাকায় অভিযান চালিয়ে ৮পিস ইয়াবাসহ জিয়ারুল ইসলাম (৪৩) কে গ্রেপ্তার করা হয়। জিয়ারুল উপজেলার চককুতুব গ্রামের আব্দুল গফুর শেখের ছেলে। তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *