রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাণীনগরে ইউনিয়ন বিএনপি নেতাদের হাতে তুলে দেওয়া হলো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

রাণীনগরে ইউনিয়ন বিএনপি নেতাদের হাতে তুলে দেওয়া হলো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
করোনাকালীন সময়ে নওগাঁর রাণীনগর থানা বিএনপির উদ্দ্যোগে অসহায়, দুস্থ মানুষের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণের লক্ষে ইউনিয়ন বিএনপির নেতাদের হাতে ১ হাজার প্যাকেট স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়েছে। রবিবার সকালে থানা বিএনপির উদ্দ্যোগে ও কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ন আহবায়ক এছাহক আলীর সহযোগীতায় বিএনপির দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ৮ টি ইউনিয়নের বিএনপির নেতাদের হাতে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। বিতরণের জন্য এদিন ১ হাজার প্যাকেট স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নেতাকর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেটে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসাবে ছিলো স্যালাইন, মাস্ক, সাবান, নাপা ঔষুধ ও সিভিট।

আয়োজকরা জানান, উপজেলার প্রতিটি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা অসহায়দের তালিকা করে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করবেন।

রাণীনগর উপজেলা বিএনপির আহবায়ক রোকনুজ্জামান খাঁন রুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ন আহবায়ক এছাহক আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান (ভিপি জাপান), মোসারব হোসেন, সদস্য মকলেছুর রহমান বাবু, প্রভাষক একেএম জাকির হোসেন, মেজবাউল হক লিটন, মাহমুদুল হাসান মধু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক শরিফ মাহমুদ সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জল, ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান সিমুল সহ অন্যান্যরা।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …