সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

রাণীনগরে ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,রাণীনগর : 

নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বর্তমান সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ড  তুলে ধরে ব্যাপক প্রচার প্রচারনা করতে এবং ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযথ ভাবে পালন এবং সফল করতে  শনিবার দুপুরে ঘোষগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই বর্ধিত অনুষ্ঠিত হয়।

অত্র ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬, (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল।

এছাড়া অন্যদের মধ্যে,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হাসানাত খান হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ,সদস্য রাহিদ সরদার,গোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়সহ আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …