নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর উপজেলায় মুজিব শতবর্ষের আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের ঘরের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বেলঘড়িয়া গ্রামে আশ্রয়ন প্রকল্পে এ ঘরের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঘরের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শাহ মোহাম্মদ শহিদুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ, উপজেলা যুবলীগের সাংগঠনিক জাকির হোসেন জয় সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা জানান, সরকারি বরাদ্দ অনুযায়ী রাণীনগর উপজেলা তৃতীয় পর্যায়ে উপজেলার কয়েকটি স্থানে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ৪১ টি ঘর নির্মাণ করা হবে।
আরও দেখুন
লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …