সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / রাণীনগরে আলোচিত মাদক ব্যবসায়ী বাবু আটক

রাণীনগরে আলোচিত মাদক ব্যবসায়ী বাবু আটক

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর থানার আলোচিত মাদক ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক বাবু ওরফে খাটো বাবু (৪৭) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আবাদপুকুর বাজার থেকে ২৫ গ্রাম গাঁজা ও নগদ ১৫ হাজার টাকাসহ তাকে আটক করা হয়। আটক বাবু উপজেলার ৭নং একডালা ইউনিয়নের বিষঘড়িয়া গ্রামের মৃত আব্দুছ ছামাদের ছেলে।

রাণীনগর থানার ওসি (তদন্ত) তারিকুল ইসলাম বলেন,উপজেলার আলোচিত মাদক ব্যবসায়ী বাবু আবাদপুকুর বাজারে গাঁজা বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই ওবাইদুল হক ও একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই জহুরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আবাদপুকুর বাজারের চার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককালে বাবুর নিকট থেকে ২৫ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

এঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। আটক বাবুর নামে রাণীনগর থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …