নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি’ শ্লোগাকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আর্ন্তজাতিক অহিংস দিবস পালিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্টের সার্বিক সহযোগিতায় সুজন-সুশাসনের জন্য নাগরিক ও শান্তির জন্য সহায়ক গোষ্ঠী (পিএফজি)’র উদ্যোগে আর্ন্তজাতিক অহিংস দিবসটি পালন করা হয়।
শনিবার বেলা ১১ টায় আর্ন্তজাতিক অহিংস দিবস উপলক্ষে রাণীনগর প্রেস ক্লাব ভবনে এক আলোচনা সভা অনষ্ঠিত হয়। সুজন-সুশাসনের জন্য নাগরিক রাণীনগর উপজেলা কমিটির সভাপতি আবুল বাসার চঞ্চল’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, শান্তির জন্য সহায়ক গোষ্ঠী (পিএফজি)’র রাণীনগর উপজেলার কো-অর্ডিনেটর সাইদুজ্জামান সাগর, উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন টনি, উপজেলা আওয়ামী মহিলা যুবলীগের নেত্রী স্বর্ণা বেগম, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী মমতাজ বেগম, জাতীয়তাবাদী ছাত্রদলের রাণীনগর উজেলার আহবায়ক জাহিদ হাসান শিমুল, মারজিনা বেগম প্রমুখ। বক্তারা সংঘাত মুক্ত ঐক্যের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এক যোগে কাজ করার আহবান জানান।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …