সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাণীনগরে আগুনে কৃষকের বাড়ি ভস্মীভূত, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাণীনগরে আগুনে কৃষকের বাড়ি ভস্মীভূত, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি


নিজস্ব প্রতিবেদক, রাণীনগর: 
নওগাঁর রাণীনগরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে কৃষকের দুইতালা মাটির টিনের চালের বাড়ি ভস্মীভূত হয়েছে। এতে বাড়ির মালিকের প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উপজেলার বড়গাছা ইউনিয়নের সলিয়া গ্রামের মকলেছুর রহমানের বাড়িতে।

জানা গেছে, উপজেলার সলিয়া গ্রামের মৃত জফুর প্রামানিকের তিন ছেলে মকলেছুর রহমান, সেলিম হোসেন, হাফেজ মাওলানা মোয়াজ্জেম হোসেন। তারা তিন ভাই এক পরিবারের একত্র ভাবে বসবাস করেন। তাদের মধ্যে দুই ভাই কৃষক একজন এক মাদ্রাসায় চাকুরী করেন। তাদের তিন ভাইয়ের মাটির দুই তালা ৭-৮ টি ঘর বিশিষ্ট মাটির টিনের চালের বাড়ি রয়েছে।

বাড়ির মালিক কৃষক মখলেছুর রহমান জানান, এদিন রাতের খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক ১১ টার দিকে আমার ছোট ভাইয়ের স্ত্রী আগুনের তাপ পায়। সে সময় আমরা পরিবারের সবাই উঠে দেখি পুরো বাড়ি আগুন জ্বলছে। এ সময় আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং রাণীনগর ফায়ার সার্ভিসকে খবর দেন। রাতেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতক্ষণে আমাদের বাড়িতে রাখা নগদ টাকা, বাড়ির ঘরের টিন, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, আগুন লাগার ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে একটি ইউনিট প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির মালিকের তথ্য অনুযায়ী বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …