রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাণীনগরে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

রাণীনগরে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে কালীগ্রাম ও বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে করজগ্রাম উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে ও বিকেলে বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বড়গাছা বাজারে পৃথকভাবে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুছ আলী দুলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবকে অতিরিক্ত সচিব ড. ইউনুছ আলী প্রামানিক, সহ-সভাপতি আনোয়ার হোসেন, ফরিদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন গোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ছাফাত হোসেন সহ ওই দুই ইউনিয়নে বিশেষ বর্ধিত সভায় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। এই সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীসহ সবাইকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …