নিজস্ব প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে জমি-জমা সংক্রান্ত বিবাদের জের ধরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামীলীগনেতা আলহাজ্ব মুক্তাদির খন্দকার। শুক্রবার দুপুরে উপজেলার আবাদপুকুর বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে এই সংবাদসম্মেলন করেন তিনি। মুক্তাদির খন্দকার কালীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কালীগ্রাম মুন্সিপুর গ্রামের নুরুল খন্দকারের ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তাদির খন্দকার বলেন, উপজেলার আবাদপুকুর এলাকার বাসিন্দা আজিজার রহমান ২০০২ইং সালে আমার বাবা নুরুল খন্দকারের সাথে কালীগাও মৌজার কিছু জমি বিনিময় দলিল করেন। বিনিময় দলিলে আজিজার রহমান আমার বাবা নুরুল খন্দকারকে দুই বিঘা জমি দিয়ে চার বিঘা সম্পত্তি লিখে নেয়। কিন্তু আজিজার রহমান আমার বাবা নুরুল খন্দকারকে যে দুই বিঘা জমি লিখে দেয় সেই জমি আগেই আজিজার রহমান তার ছেলে গোলাম রাব্বানীকে হস্তান্তর করেছেন। এর পর হস্তান্তরকৃত জমি দিয়েই আজিজার রহমান বিনিময় দলিল করেন।ফলে বিনিময় দলিল ও দলিলের প্রক্রিয়াটিও সঠিক ছিলোনা বলে দাবি করে মুক্তাদির বলেন, যে কারণে আমি আজিজার রহমানের সঙ্গে বিনিময়কৃত আমার বাবার চার বিঘা জমি দখলে নিয়ে দীর্ঘ দিন ধরে চাষাবাদ করে আসছি। কিন্তু হঠা’ করে একাডালা ইউনিয়নের টুং গ্রামের রওশন আলীর ছেলে ফ্রান্স প্রবাসী গোলাম মোস্তফা বেলাল আমার বাবার উক্ত দুই বিঘা জমি নিজের বলে দাবী করে জোবরদখল করতে জমির চারপাশে খুঁটি দিয়ে দখলে নেয়ার চেষ্টা করে। এসময় জানতে পেরে আমরা বেলালকে বাধা প্রদান করেছি। মুক্তাদির খন্দকার বলেন,এই বিষয়কে কেন্দ্র করে আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করতে বেলাল এবং একটি কুচক্রি মহল সাংবাদিককে মিথ্যে,বানোয়াট,ভুল তথ্য দিয়ে বিভিন্ন পত্রিকা ও নিউজ পোটালে সংবাদ পরিবেশন করেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রæত সঠিক সমাধানের জন্য সংশ্লিষ্ঠদের সুদৃষ্টি কামনা করেন। সমস্যাটি সমাধান করা নাহলে জমিকে কেন্দ্র করে আরো অনেকেই বিভিন্ন পায়তারার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারে বলেও জানান তিনি।
এব্যাপারে আজিজার রহমানের ছেলে গোলাম রাব্বানী বলেন,আমার বাবা যে জমি দিয়ে নুরুল খন্দকারের সাথে বিনিময় করেছেন সেই জমি বিনিময়ের অনেক আগেই আমাকে আমার বাবা লিখে দিয়েছেন। বাবা মারা যাবার পর কাগজপত্র দেখতে গিয়ে এমন অবস্থা জানতে পেরে গত একমাস আগে জমি ফের’ পেতে আদালতে মামলা করেছি।
এবিষয়ে জানতে ফ্রান্স প্রবাসী বেলাল হোসেনের মোবাইল নাম্বারে একাধীকবার কল করে রিসিভ না করায় এবং তার মুঠোফোনে বার্তা দিয়েও তার কোন বক্তব্য পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী,আজিজার রহমানের ছেলে গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন।