সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল 

রাণীনগরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল 

নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।শনিবার দুপুরে খাদ্যগুদাম চত্বরে ফিতা কেটে সংগ্রহের উদ্বোধন করেন স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল । 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রয় কমিটির সভাপতি শাহাদাত হুসেইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে,রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি,জেলা পরিষদ সদস্য জাকির হোসেন জয়,খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা ওবাইদুল ইসলাম ও খাদ্যগুদাম কর্মকর্তা হেলাল উদ্দীনসহ স্থানীয় ব্যবসায়ী এবং দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

গুদাম কর্মকর্তা জানান,চলতি মৌুসমে সরাসরি কৃষকদের নিকট থেকে ৩০টাকা কেজি দরে এক হাজার ৬০৩ মেট্রিকটন ধান এবং ৪৪টাকা কেজি দরে তিন হাজার ৭৩মেট্রিকটন চাল ক্রয় করা হবে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …