নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর উপজেলায় সরকারি ভাবে চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ২৮ শে এপ্রিল বুধবার দুপুরে খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোরো ধান সংগ্রহের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
সারাদেশে অভ্যান্তরীণ বোরো ধান সংগ্রহের জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন উপলক্ষে রাণীনগর খাদ্য বিভাগের আয়োজনে খাদ্যগুদাম চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার, খাদ্য গুদাম কর্মকর্তা তারেক-উজ-জামান, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয় প্রমূখ।
উপজেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, সরকারি ভাবে রাণীনগর উপজেলায় চলতি মৌসুমে ২৭ টাকা কেজি দরে ২২শ’ ৪৪ মেট্রিকটন বোরো ধান ক্রয় করা হবে। প্রতিজন কৃষক তিন মেট্রিকটন পর্যন্ত ধান খাদ্যগুদামে সরবরাহ করতে পারবেন। ২৮ এপ্রিল থেকে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।
এদিন উদ্বোধন উপলক্ষে উপজেলার খাগড়া গ্রামের কৃষক জহুরুল ইসলাম এক মেট্রিকটন ধান খাদ্যগুদামে দিয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …