নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার মূল আসামী গ্রেপ্তার ও অপহৃতাকে উদ্ধার করেছে। এছাড়া একই দিন একটি চাঁদা দাবি ও মারপিট মামলায় আরো দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, গত ১৪ মে সকালে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি মাদ্রাসায় পড়ুয়া জনৈক ছাত্রী (১৭) অপহরনের অভিযোগে ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে রোববার দুপুরে উপজেলার কালীগ্রাম খন্দকার পাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের দুলু মৃধার ছেলে আরিফুল মৃধা (২১)কে গ্রেপ্তার এবং অপহৃতা ছাত্রীকে উদ্ধার করা হয়।
অপরদিকে উপজেলার রাতোয়াল রাখালগাছী পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আসফাকুর রহমান চাঁদা দাবি,মারপিটসহ বেশ কয়েকটি ধারায় গত ৪জুন মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে রোববার দুপুরে উপজেলার কালীগ্রাম খন্দকার পাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের শাহজাহানের ছেলে জিল্লুর রহমান মাঝি (৫০) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে ডলার হোসেন (৩৫)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরেই আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
