নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে অতিরিক্ত ধান মজুদের দায়ে মুকুল হোসেন সাখিদার নামে এক মিলমালিকের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় উপজেলার কুজাইল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজার রহমান বলেন, ব্যবসায়ীরা ধান ক্রয় করে মজুদ করছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার কুজাইল বাজারসহ বেশ কয়েকটি ধান-চাল মিলে অভিযান পরিচালনা করা হয়। এসময় কুজাইল বাজারে মুকুল হোসেনের মিলে অভিযান পরিচালনা করা হয়। এসময় মিলে ধারণ ক্ষমতার অধিক ধান মজুদের দায়ে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্র আইনে মুকুল হোসেনকে ৪০হাজার টাকা জরিমানা করা এবং সর্তক করা হয়।
অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আমিনুল কবীর ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন তিনি।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …