নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে “মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নওগাঁর রাণীনগর উপজেলার ৮টি উইনিয়নে একযোগে এঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা সদরের খট্রেশ্বর রাণীনগর ইউনিয়নের আয়োজনে এবং অত্র ইউনিয়নের চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো । এছাড়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, ইউনিয়ন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছামছুর রহমান, মুক্তিযোদ্ধা শরিফ উদ্দীন, মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল জব্বার, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল খালেক এবং তরুণ প্রজন্মের পক্ষে আব্দুল আজিজসহ অত্র ইউনিয়নের সচিব আব্দুর রাজ্জাকসহ সদস্যা বৃন্দ উপস্থি ছিলেন।
একই সময়ে কালীগ্রাম, একডালা, বড়গাছা,মিরাট, কাশিমপুর, পারইলসহ ৮টি ইউনিয়নেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাণীনগরের ৮টি ইউনিয়নে“মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …