নিজস্ব প্রতিবেদক, রাণীনগরঃ
নওগাঁর রাণীনগর উপজেলার স্থল পারিবারিক দূর্গা মন্দিরের কুলপুরোহিত ও উপজেলার ভাটকৈ গ্রাম নিবাসী শ্রীযুক্ত বাবু ভবেন্দ্রনাথ লস্কর ২১শে মার্চ দুপুর ১২টায় নওগাঁ সদর হাসপাতালে পরলোকগমন করেছেন। (দিব্যান লোকান স্বগচ্ছতু)তিনি দীর্ঘদিন যাবত শ্বাস কষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পরেছিলেন।
গত২১শে মার্চ সকালে শ্বাস কষ্ট জনিত রোগের বেশি সমস্যা হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করালে দুপুর ১২টার দিকে পরলোক গমন করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যু কালে স্ত্রী,তিন ছেলে,তিন মেয়ে,নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি প্রায় ৫৫বছর যাবত স্থল পারিবারিক দূর্গা মন্দিরে দূর্গা পূজাসহ বিভিন্ন ধরনের পূজাঅর্চনা করে গেছেন। তার অন্তেষ্টিক্রিয়া গত সোমবার রাত্রি ১০টায় নওগাঁর আত্রাই উপজেলার বলরাম চক মহা শ্মশানে অনুষ্ঠিত হয় এবং অন্তেষ্টিক্রিয়ায় বিপুলসংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, স্হল পারিবারিক দূর্গা মন্দির কমিটির সভাপতি শ্রী সুদাম চন্দ্র কর্মকার, সাধারণ সম্পাদক শ্রীদাম কর্মকার (বাবলু), যুগ্ম সম্পাদক ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি সাগর কুমার রায়, সদস্য ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক সুমনা রায়, সদস্য সুব্রত রায়,শুভাশিষ কর্মকার,সুদর্শন কর্মকার,সজিব কর্মকার,সৈকত রায়,শেখর রায়, সৌখিন কর্মকারসহ মন্দির কমিটির সকলবৃন্দ।
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরের স্থল পারিবারিক দূর্গা মন্দিরের কুলপুরোহিত ভবেন্দ্রনাথ লস্করের পরলোক গমন
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …