নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরের আবাদপুকুর হাট ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অতিরিক্ত টোল আদায় এবং টোল চার্ট প্রর্দশন না করার অপরাধে বুধবার দুপুরে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন,এদিন দুপুরে উপজেলার আবাদপুকুর হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন পন্যে ক্রেতা/বিক্রেতাদের নিকট থেকে অতিরিক্ত টোল আদায় এবং প্রকাশ্য স্থানে টোল চার্ট প্রদর্শণ না করার দায়ে ওই হাটের ইজারাদারকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া টোলচার্ট প্রদর্শণপূর্বক নিয়ম অনুযায়ী টোল আদায় করতে নির্দেশ দেয়া হয়েছে।
একই সময় আবাদপুকুর বাজারে লাইসেন্স ছাড়া ডিজেল,পেট্রল বিক্রির দায়ে দোকান মালিক এনামুল খন্দকারকে এক হাজার টাকা জরিমানাসহ দোকান সিলগালা করা হয়েছে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন না থাকায় জয়নুল আবেদিন নামে এক মটরসাইকেল চালককে ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …