শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / রাজাপুর স্নাতক কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন

রাজাপুর স্নাতক কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:

নাটোরের বড়াইগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজাপুর স্নাতক (সম্মান) কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথি নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস আনুষ্ঠানিকভাবে এই ভবনের উদ্বোধন করেন।

পরে এ উপলক্ষে কলেজ চত্বরে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর ডা. আফজালুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক এড. মিজানুর রহমান মিজান, গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম খান, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তুগলক প্রমূখ।
প্রায় ৭৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …