বুধবার , জানুয়ারি ১ ২০২৫
নীড় পাতা / জাতীয় / রাজাকারদের তালিকাও প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

রাজাকারদের তালিকাও প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিউজ ডেস্ক:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, দ্রুত স্বাধীনতা বিরোধীদের তালিকা প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে সাভারের বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর একাডেমীতে (বিএনসিসি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ট্যানেলের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেক হক এসময় আরও বলেন, স্বাধীনতা বিরোধীদের তালিকা এবার সংসদে পাশ হবে এবং তার পরেই এবছরেই তাদের নাম প্রকাশ করা হবে। তিনি বলেন, জনগনই সকল ক্ষমতার উৎস্য এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগনের নেতা ছিলেন। এছাড়া বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার, এই সরকার সারা দেশে ব্যাপক উন্নয়ন করেছে বলেও জানান তিনি।

আরও দেখুন

গুরুদাসপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ঐতিহাসিক ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাটোরে গুরুদাসপুর উপজেলার …