রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / রাজশাহী-৫ আসনে নৌকার মাঝি জয়ী

রাজশাহী-৫ আসনে নৌকার মাঝি জয়ী

নিজস্ব প্রতিবেদক,পুঠিয়া (রাজশাহী):
৫৬ রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে নৌকার মাঝি আব্দুল ওয়াদুদ দারা ৮৬৯১৩ ভোট পেয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান পেয়েছেন ৮৩৮৬২ ভোট।

আব্দুল ওয়াদুদ দারার ব্যক্তিগত সহকারী বদিউজ্জামান বদি জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৩০৫১ ভোট বেশি পেয়ে বে-সরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী।

পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র রবিউল ইসলাম রবি বলেন, এর আগেও এই এলাকা থেকে দুইবার এমপি নির্বাচিত হয়েছিলেন আব্দুল ওয়াদুদ দারা। এবারের নির্বাচনেও তার উপর আস্থা রেখেছে এলাকার মানুষ।

সদ্য নির্বাচিত এমপি আব্দুল ওয়াদুদ দারা জানান, এলাকার লোকজন অক্লান্ত পরিশ্রম করে তাকে এমপি নির্বাচিত করেছে। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …