রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / রাজশাহী সিটি কর্পোরেশনজনসংযোগ শাখানগর ভবন, রাজশাহী

রাজশাহী সিটি কর্পোরেশনজনসংযোগ শাখানগর ভবন, রাজশাহী

নিজস্ব প্রতিবেদক:  

রাসিকের পদায়নপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের
স্ব-স্ব শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি, ৩ সেপ্টেম্বর ২০২৪
রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব ও প্রকৌশল বিভাগে বিভিন্ন পদে পদায়ন
পাওয়ায় রাসিকের কর্মকর্তা-কর্মচারীগণকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো
হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় নগর ভবনে স্ব স্ব শাখায় শাখার কর্মকর্তা-
কর্মচারীগণ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
প্রধান কর নির্ধারক মোঃ মঞ্জুরুল আলমকে রাজস্ব কর্মকর্তা (খ-অঞ্চল) পদে,
ট্যাক্সেশন কর্মকর্তা লাইসেন্স সারোয়ার হোসেন খোকন রাজস্ব কর্মকর্তা পদে,
উপ-প্রধান কর নির্ধারক মোঃ গোলাম রব্বানী রিপনকে প্রধান কর নির্ধারক পদে
পদায়ন করা হয়েছে।
এদিকে প্রকৌশল বিভাগে সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ঈশা, সহকারী
প্রকৌশলী মোহাম্মদ সজীবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী সানারুল ইসলাম
ছবি, উপসহকারী প্রকৌশলী আমির আফজাল পদে পদায়ন করায় প্রকৌশল বিভাগের
কর্মকর্তা-কর্মচারীগণ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এছাড়াও অন্যান্য পদায়নপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, পরিচ্ছন্ন কর্মকর্তা
(মনিটরিং) মোহাম্মদ মোস্তাক হোসেন ঝন্টু, উপ-প্রধান কর নির্ধারক মোঃ
লুৎফুল হায়দার স্বপন, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মোঃ রেজাউল করিম, উপ-ট্যাক্সেশন
কর্মকর্তা (কর) রায়হানুল ইসলাম, মোঃ রেজাউল হক মিলনকে ব্যবসা পরিদর্শক পদে
পদায়ন করা হয়েছে।
ফুলের শুভেচ্ছা প্রদানকালে রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ,
নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী
(পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার
ইয়াসমিন, সহকারী প্রকৌশলী আসিফুল হাবীব, সহকারী প্রকৌশলী অনন্য
ইসলাম নির্ঝর, উপ-প্রধান কর নির্ধারক মিজানুর রহমান বুলেট, উপ ট্যাক্সেশন
কর্মকর্তা (বাজার) মোকসেদ আল হাদী রনি, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (বাণিজ্য)
মোঃ মহিউদ্দিন মৃদুল, কর নির্ধারক মোঃ শহিদুল ইসলাম, কর নির্ধারক শামীম
রেজা, কর নির্ধারক মাসুক আলম খান, কর নির্ধারক সাগর দাস, কর নির্ধারক
শরিফুল ইসলাম, কর নির্ধারক মনিরুজ্জামান, কর নির্ধারক সুলতান আহমেদ,

ভারপ্রাপ্ত হিসাব রক্ষক মোঃ মনিরুজ্জামান, রাসিক কর্মচারী ইউনিয়নের সাবেক
সাধারন সম্পাদক মোঃ শাকিল, রেকর্ড কিপার মোফাজ্জল হোসেন মাকু, শফিউল
আলম, নাহিদ পারভীন, মোসাঃ লাকি, হাসান তারেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …