নিউজ ডেস্ক:
রাজশাহী মহানগরীতে প্রায় ৩ হাজার কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড চলছে। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) এ প্রকল্পের আওতায় গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ, সব ওয়ার্ডে রাস্তা-ড্রেন নির্মাণসহ নানা অবকাঠামো উন্নয়নের কাজ চলছে।
কোর্ট এলাকা থেকে বুলনপুর হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, ঢালুর মোড় পর্যন্ত চলমান ৭০০ মিটার চার লেন সড়ক উন্নয়নকাজ পরিদর্শন করেন সিটি মেয়র। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক এলাকা বিহাসে ২ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৩০০ মিটার ড্রেন নির্মাণ চলমান আছে। রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, এখন নগরীজুড়ে ৩ হাজার কোটি টাকার উন্নয়নকাজ চলছে। কাজগুলো শেষ হলে নাগরিক সুবিধা বহুগুণ বাড়বে। কমবে নাগরিক ভোগান্তি।