সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / রাজশাহী রেশম শিল্প মালিক
সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক

রাজশাহী রেশম শিল্প মালিক
সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক

নিউজ ডেস্ক:

রেশম শিল্প মালিক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে নগরীর নাননিকং দরবার হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের সচিব (প্রশাসন ও সম্প্রসারণ) এমদাদুল বারী, বিসিক আঞ্চলিক পরিচালক মো. রেজাউল আলম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো. লিয়াকত আলী।


অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য রাখেন বাংলাদেশ রেশম মালিক শিল্প সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের মুন্না। বক্তব্য রাখেন বাংলাদেশ রেশম মালিক শিল্প সমিতির সহসভাপতি মো. সাজ্জাদ আলী ও নাজমুল হক নান্টু। অনুষ্ঠান পরিচালনা করেন মোসা. নিলুফার ইয়াসমিন ও আঞ্জুমান আরা পারভীন লিপি। নবনির্বাচিত কমিটির পরিচিতি, ক্ষমতা হস্তান্তর ও শপথ পাঠ করান নির্বাচন কমিশনার এ্যাড. মোমিনুল হক বাবু।


এরআগে শুক্রবার সন্ধ্যায় সর্বসম্মতিক্রমে সমিতির কমিটি গঠন করা হয়। কমিটিতে রাজশাহী রেশম শিল্প মালিক সমিতির সভাপতি পদে নির্বাচিত হন আধুনিক সিল্ক মিলসের সত্ত্বাধিকারী হাজী মো. লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক পদে রাজশাহী সিল্ক ফ্যাশানের সত্ত্বাধিকারী মো. আব্দুল কাদের মুন্না নির্বাচিত হয়েছেন। কমিটির নির্বাচিত সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সপুরা সিল্ক মিলস লিমিটেডের সত্ত্বাধিকারী মো. সাজ্জাদ আলী, সহ-সভাপতি পদে এস এন ফ্যাশানের সত্ত্বাধিকারী মোসা. নিলুফা ইয়াসমিন, সহ-সভাপতি লাকি উইভিং সিল্ক ফ্যাক্টরীর সত্ত্বাধিকারী মো. নাজমুল হক নান্টু,  যুগ্ম সম্পাদক তুলি বুটিকের সত্ত্বাধিকারী মোসা. সেলিনা বেগম, কোষাধ্যক্ষ পদে বিসমিল্লাহ সিল্ক ডাইং এন্ড প্রিন্টিং ফ্যাক্টরীর সত্ত্বাধিকারী শাহ মো. শরিফুল আলম, প্রচার সম্পাদক লিনা ফ্যাশন হাউসের সত্ত্বাধিকারী আঞ্জুমান আরা পারভিন, সাংগঠনিক ও তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক পদে মেসার্স খাজা আহমেদ ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের সত্ত্বাধিকারী মো. রফিক হাসান লালচাঁদ, দফতর সম্পাদক কালেকশন সিল্ক প্রিন্টিং ফ্যাক্টরীর সত্ত্বাধিকারী মো. মেরাজ উদ্দিন। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. হাসেন আলী, আলহাজ্ব মোহাম্মদ নাদিম, মো. আরিফ আহসান টিটু, মো. আব্দুল জলিল সরকার, মো. আমিনুল ইসলাম বাবু, মোসা. উম্মে হাজ্ব সিদ্দিকা, মো. তোহিদুল আলম, মো. সালাম শেখ রাজু, মোসা. নারগিস পারভীন, মোসা. রাশিদা পারভীন, মোসা. শাহানাজ পারভীন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …