নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্তৃক ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের সাথে অসৌজন্যমূলক আচারণের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা ফার্মাসিউটিকেল রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া)’র ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলা ফারিয়া চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি নাসিরুল হক এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা ফারিয়ার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, ফারিয়ার জেলা শাখার সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক আসিফ রানা ও সদস্য সোহেল রানাসহ অন্যরা।
এসময় বক্তারা বলেন, গতকাল (২৬ জুন) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঔষুধ কোম্পানির প্রতিনিধিরা মোটরসাইকেল রাখলে আনসার সদস্যরা খারাপ আচারণ করেন। পরে আনসার সদসরা হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীকে জানালে ওই ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের সাথে অসৌজন্যমূলক আচারণ করেন। এতে ফারিয়ার সকল সদস্য ও ঔষুধ কোম্পানির প্রতিনিধিরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মানববন্ধনে। এঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন তারা। আগামীতে কঠোর কর্মসূচীর ঘোষণাও দেন বক্তারা।