নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাস আতঙ্কে রাজশাহী থেকে ঢাকার সঙ্গে বাস যোগাযোগ বন্ধ হলেও নাটোর থেকে বাস চলাচল করছে। গতকাল রাজশাহী বাস-মিনিবাস মালিক সমিতির তাদের ঢাকামুখী সমস্ত বাস চলাচল বন্ধ ঘোষণা করে। এবং ঘোষণার সাথে সাথে তাদের বাসগুলো ঢাকা থেকে ফিরে এসে আর ঢাকার দিকে রওনা দেয়নি।
কিন্তু যথারীতি নাটোর থেকে ঢাকার সঙ্গে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এক্ষেত্রে রাজশাহী বাস মিনিবাস মালিক সমিতির আগাম ঘোষণা দেয়ায় সমস্ত গণমাধ্যমে প্রচার হওয়ায় যাত্রী সংখ্যা একেবারেই কমে গেছে। শুক্রবার সকালে নাটোর কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায় অনেক যাত্রী ঢাকা অভিমুখে রওনা দিচ্ছে এবং ঢাকা থেকে বেশিরভাগ গাড়ি যাত্রী নিয়ে নাটোরের ফিরে আসছে।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীসংখ্যা কমতে শুরু করে এবং দুপুরের দিকে কাউন্টারগুলো একেবারেই যাত্রীশূন্য হয়ে পড়ে। এসময় বিভিন্ন বাস কাউন্টারে কর্মীদের অলস বসে থাকতে দেখা গেছে। গ্রামীন ট্রাভেলস এর কর্মকর্তা অলক বসাক জানান, নাটোর থেকে কোন গাড়ি বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়নি, বিধায় আমরা কাউন্টার খুলে বসে আছি। তবে ঢাকাগামী যাত্রীসংখ্যা খুবই কম। এরকম ভাবে চলতে থাকলে কাউন্টার বন্ধ করে দেয়া ছাড়া উপায় থাকবে না। বাস কাউন্টারের এক কর্মী শহিদুল ইসলাম জানান, দুপুর পর্যন্ত মোটামুটি যাত্রী ঢাকার দিকে ভালই গেছে।
কিন্তু বিকেলের পর থেকেই যাত্রী কমতে শুরু করেছে। করোনাভাইরাস আতঙ্কে লোকজন যাতায়াত কমিয়ে দেয়ায় আমরা বেকার হয়ে পড়েছি। এই অবস্থা চলতে থাকলে এর সাথে সংশ্লিষ্ট লোকজন টার্মিনাল এলাকার হোটেলসহ নানা ব্যবসায় জড়িত ব্যবসায়ীরাও বেকার হয়ে পড়বে।
আরও দেখুন
বাগাতিপাড়ায় স্ত্রীর পরকীয়ার অভিযোগে স্বামীর আত্মহত্যা!
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,স্ত্রীর পরকীয়ার জেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষ পান করে আত্মহত্যা করেছে নাটোরের বাগাতিপাড়ার …