সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা পরিদর্শনে মেয়র লিটন

রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা পরিদর্শনে মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
তিন দিনব্যাপী রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা শুরু হয়েছে। জেলা তাবলিগ ইজতেমা চলবে ৪ মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার দুপুরে নগরীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাবলিগ ইজতেমার কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় তাবলিগ ইজতেমার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন ও সুষ্ঠুভাবে এই কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়।

পরিদর্শনকালে রাজশাহী জেলা তাবলিগ জামাতের আমির ডা: আমিনুল ইসলাম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. সেলিম হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এরআগে গত ৬ ফেব্রুয়ারি শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খুঁটি পুঁতে রাজশাহীতে জেলা তাবলিগ ইজতেমার প্রস্তুতি কাজের উদ্বোধন করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …